০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

শেখ কামালের জন্মদিনে লক্ষ্মীপুরে যুবলীগের শ্রদ্ধা

  • আপডেট: ০৯:২০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
  • 6455

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবাষির্কী পালন করেছে যুবলীগ। দিনটি উপলক্ষ্যে শুক্রবার (৫ আগস্ট) শেখ কামালের প্রতিকৃতি শ্রদ্ধা, কোরআন খতম, দোয়া মাহফিল, তবারক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।

জেলা শহরে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শেখ কামালের প্রতিৃকতিতে শ্রদ্ধা জানানো হয়। এর পর কোরআন খতম, দোয়া মাহফিল, তবারক বিতরণ ও বৃক্ষরোপণ করা
হয়। এতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠপুত্র শেখ কামাল যুবসমাজের আইডল। তিনি আজীবন এ দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তার দেখানো পথে এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে যুবলীগের নেতাকর্মীরা মানবতার সেবায় কাজ করছে।
ভবিষ্যতেও সব সময় মাঠে থাকবে, আজকের দিনে এটাই আমাদের প্রত্যাশা।

এছাড়া এদিন জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।

Tag :

১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি —-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

শেখ কামালের জন্মদিনে লক্ষ্মীপুরে যুবলীগের শ্রদ্ধা

আপডেট: ০৯:২০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে শ্রদ্ধা আর ভালোবাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবাষির্কী পালন করেছে যুবলীগ। দিনটি উপলক্ষ্যে শুক্রবার (৫ আগস্ট) শেখ কামালের প্রতিকৃতি শ্রদ্ধা, কোরআন খতম, দোয়া মাহফিল, তবারক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।

জেলা শহরে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শেখ কামালের প্রতিৃকতিতে শ্রদ্ধা জানানো হয়। এর পর কোরআন খতম, দোয়া মাহফিল, তবারক বিতরণ ও বৃক্ষরোপণ করা
হয়। এতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠপুত্র শেখ কামাল যুবসমাজের আইডল। তিনি আজীবন এ দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তার দেখানো পথে এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে যুবলীগের নেতাকর্মীরা মানবতার সেবায় কাজ করছে।
ভবিষ্যতেও সব সময় মাঠে থাকবে, আজকের দিনে এটাই আমাদের প্রত্যাশা।

এছাড়া এদিন জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।