লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৭ জুলাই) বিকেলে জেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ সংলগ্ন জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেল্লালের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটোওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোওয়ারী।

এ সময় আরো উপস্থিত ছিলেন- সাবেক জেলা ছাত্রলীগের আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মিঠু, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের ১ম যুগ্ন-আহবায়ক হাশেম আহমেদ রুপম, ২য় যুগ্ন-আহবায়ক দুলাল হোসেন মোল্লা, পৌর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইসমাইল হোসেন শিপন, যুগ্ন-আহবায়ক ফয়সাল হাওলাদারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।