লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন ১, ২ ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে নন্দনপুর স্কুল মাঠে এ আয়োজন করা হয়।

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন- সদর থানা আওয়ামী লীগের সদস্য সৈয়দ আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলম মোহন।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক রবিউল ইসলাম রবিন ভূইঁয়া, ইউনিয়ন সভাপতি নেওয়াজ শুভ, সাধারণ সম্পাদক অনিক খন্দকার প্রমুখ।

কর্মী সভায় ছাত্রলীগের নেতারা বলেন, ছাত্রলীগ হচ্ছে বঙ্গবন্ধুর হাতেগড়া একটি আদর্শ সংগঠন। এ সংগঠন সবসময় ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। জামায়াত-বিএনপির জ্বালা-পোড়া আন্দোলনের বিরুদ্ধে সবার আগে এ ছাত্রলীগের নেতাকর্মীরা রাজপথে প্রতিবাদ করে যাচ্ছে।