জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ July 3rd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 8456 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে ৪৬জন বিজয় শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ দেয়া হয়েছে। রবিবার (০৩
জুলাই) দুপুরে লক্ষ্মীপুর জেলা গণগ্রন্থাগারের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।
এর আগে দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেন সংশ্লিষ্ট জেলা গণগ্রন্থাগার। এতে তিনটি ইভেন্টে ১৪টি গ্রুপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের
মোট ৪৬জন প্রতিযোগী শিক্ষার্থীকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে বিজয়ী করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. মাহবুব এলাহী।
জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সহাকারী কাওছার শেখ এর সভাপতিত্বে ও লক্ষ্মীপুর নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা
সভাপতি রাজু আহমেদ’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- নন্দন ফাউন্ডেশন প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক নাসরিন আক্তার প্রমূখ।
শিক্ষার জাতির মেরু দন্ড। জ্ঞানের চর্চা ও জ্ঞানের বিকাশ ঘটাতে বিষয়ভিত্তিক রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় শিক্ষার্থীদের আরো আগ্রহী হওয়ার আহ্বান জানান অতিথিবৃন্দ।
Leave a Reply