জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ June 25th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 5963 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
রংবেরঙের বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে লক্ষ্মীপুর থেকে ১২ টা ৫ মিনিটে স্বপ্নের ‘পদ্মা সেতু’ উদ্বোধন করলেন লক্ষ্মীপুরবাসী। এর আগে (শনিবার) বেলা ১১ টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পদ্মা সেতু’র শুভ উদ্বোধন করেন।
এদিকে শনিবার সকাল ৯ টা থেকে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজনে সাজানো হয় স্টেডিয়াম মাঠ।
এ মাঠ থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীপুরবাসী উপভোগ করেন স্বপ্নের ‘পদ্মা সেতু’ উদ্বোধন অনুষ্ঠান।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের নিমন্ত্রণে এ ‘পদ্মা সেতু’ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করেন, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, সদর উপজেলার পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম এ আলাউদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াসহ আরো অনেকে।
এছাড়াও সরকারি-বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও সর্ব শ্রেণীর জনসাধারণ।
Leave a Reply