জেলার খবর, রাজনীতি, লক্ষ্মীপুর | তারিখঃ June 23rd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 249027 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা হয়। এ উপলক্ষে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ সংলগ্ন জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্নার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারন সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জহির উদ্দিন বাবরসহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
Leave a Reply