লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে যুবলীগ। মঙ্গলবার (২১ জুন) দুপুরে হাজী আমজাদ আলী পাটওয়ার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

দেশব্যাপী কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে এ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।

পরে শহরের মুক্তিগঞ্জ এলাকার ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের পাশে, শহীদ মিনার চত্বরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করে তারা। এসময় পথচারী, রিক্সাচালক, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। এ
কর্মসূচিতে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া জানান, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সাড়া দিয়ে অতিতের
ন্যায় যুবলীগ পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।