জেলার খবর | তারিখঃ June 4th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 6321 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রীকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ। শনিবার (৪ জুন) দুপুরে জেলা শহরের তমিজ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর ষ্টেশন গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সাবেক জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপুর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সদর পূর্ব-পশ্চিম যুবলীগের আহবায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক মাহবুবুল হক মাহবুবের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা আবদুর জব্বার লাভলু, সদর পূর্ব যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান, লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. তফসির আহম্মদ, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক রাসেল, সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, লক্ষ্মীপুরের শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য সাবেক এমপি এ্যানী চৌধুরী উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। আমরা এ বক্তব্যের প্রতিবাদ জানাই। পদ্মা সেতু উদ্বোধনের আগে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সকল নেতাকর্মীদের মাঠে থেকে এসব অশুভশক্তি মোকাবেলা করবে।
Leave a Reply