জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ June 4th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 6094 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রীকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ। শনিবার (৪ জুন) সকালে জেলা শহরের ইটেরপোল এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি, যুবদল ও মহিলা দলের কটূক্তি ও হত্যার হুমকির বিচার দাবি করেন বক্তারা। এসময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সকল নেতাকর্মীদের মাঠে থাকার আহবান জানান তারা।
Leave a Reply