১২:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ধর্ষণ থেকে তরুণীকে বাঁচাতে গিয়ে নৈশ প্রহরীর মৃত্যু, যুবক গ্রেপ্তার

  • আপডেট: ০৭:০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • 6216

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে রামগঞ্জে বাসের ভেতর এক তরুণীকে ধর্ষণ থেকে বাঁচাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান (৪৫) মারা গেছেন। শনিবার (৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ধর্ষণ চেষ্টার ঘটনায় কিশোরীর মামলায় অভিযুক্ত আজাদ হোসেন নামে বাসের হেলপারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

নিহত শাহজাহান মিয়া রামগঞ্জ পৌরসভার পশ্চিম কাজিরখীল এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় তরুণী নোয়াখালীর চাটখিল থেকে সোনাপুর যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত জননী পরিবহণের একটি বাসে উঠে পড়ে। পরে বাসটি রাত সাড়ে ৭টার দিকে রামগঞ্জ বাস স্ট্যান্ডে এনে তাকে নামিয়ে দেয়। এসময় তিনি জননী বাস চালক ও হেলপারকে জানালে তিনি চট্টগ্রামগামী নীলাচল নামে একটি বাসে বসতে বলেন। পরে জননী বাসের হেলপার আজাদ ও স্থানীয় যুবক এমরান হোসেনসহ ৩ জন সংঘবদ্ধ হয়ে বাসে অবস্থানরত ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। চিৎতার শুনে বাস স্ট্যান্ডের নৈশ প্রহরী শাহজাহান এগিয়ে আসে। তখন ধর্ষণ চেষ্টায় বাধা দিতে গেলে অভিযুক্তদের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই শাহজাহান মারা যান। পরে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে এমরানসহ দুইজন পালিয়ে যান। তখন স্থানীয়রা তরুণীকে উদ্ধার ও অভিযুক্ত আজাদকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে আজাদকে থানায় ও মরদেহ সদর হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, তরুণী বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটক আজাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Tag :

১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি —-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

ধর্ষণ থেকে তরুণীকে বাঁচাতে গিয়ে নৈশ প্রহরীর মৃত্যু, যুবক গ্রেপ্তার

আপডেট: ০৭:০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে রামগঞ্জে বাসের ভেতর এক তরুণীকে ধর্ষণ থেকে বাঁচাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শাহজাহান (৪৫) মারা গেছেন। শনিবার (৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ধর্ষণ চেষ্টার ঘটনায় কিশোরীর মামলায় অভিযুক্ত আজাদ হোসেন নামে বাসের হেলপারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

নিহত শাহজাহান মিয়া রামগঞ্জ পৌরসভার পশ্চিম কাজিরখীল এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় তরুণী নোয়াখালীর চাটখিল থেকে সোনাপুর যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত জননী পরিবহণের একটি বাসে উঠে পড়ে। পরে বাসটি রাত সাড়ে ৭টার দিকে রামগঞ্জ বাস স্ট্যান্ডে এনে তাকে নামিয়ে দেয়। এসময় তিনি জননী বাস চালক ও হেলপারকে জানালে তিনি চট্টগ্রামগামী নীলাচল নামে একটি বাসে বসতে বলেন। পরে জননী বাসের হেলপার আজাদ ও স্থানীয় যুবক এমরান হোসেনসহ ৩ জন সংঘবদ্ধ হয়ে বাসে অবস্থানরত ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। চিৎতার শুনে বাস স্ট্যান্ডের নৈশ প্রহরী শাহজাহান এগিয়ে আসে। তখন ধর্ষণ চেষ্টায় বাধা দিতে গেলে অভিযুক্তদের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই শাহজাহান মারা যান। পরে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে এমরানসহ দুইজন পালিয়ে যান। তখন স্থানীয়রা তরুণীকে উদ্ধার ও অভিযুক্ত আজাদকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে আজাদকে থানায় ও মরদেহ সদর হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, তরুণী বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আটক আজাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।