জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ May 26th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 9939 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
এ প্রথম লক্ষ্মীপুরে জেলা ম্যাজিস্ট্রেটের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে জেলা কালেক্ট স্কুল ও কলেজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে জেলার ৮টি শিক্ষা-প্রতিষ্ঠানের ৩ জন শিক্ষার্থী করে মোট ২৪ জন শিক্ষার্থী এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
১ম পর্যায় বিতর্ক প্রতিযোগিতা অংশ-গ্রহণ করেন, পক্ষে লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী’রা। বিষয়বস্তু ছিলো~ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে তর্ক-বিতর্ক।
এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরে-এ আলম, (আইসিটি) মেহের নিগারসহ প্রমুখ।
জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ বলেন, যে শিক্ষার্থী ইংরেজিতে দক্ষ, সেই শিক্ষার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল। জীবনের প্রতিটি মুহুর্তে ইংরেজি শিক্ষার বিকল্প নেই। আপনি চাকরির জীবন বলেন, প্রবাস জীবন বলেন, ভালো ইংরেজি জানলে আপনি সফল। শিক্ষার্থীদের ডিসি আরও বলেন, ইংরেজি, গণিত, রসায়ন ও পদার্থ বিজ্ঞান ভালো-ভাবে মনোযোগী হয়ে পড়তে হবে। মেধার প্রতিযোগিতায় সব বিষয় জানা থাকলে সুন্দর জীবন গড়া সম্ভব।
Leave a Reply