গনমাধ্যম, জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ May 17th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 10226 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
জেলায় কর্মরত সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতা, শিশু ও নারী উন্নয়ন এবং বুনিয়াদি প্রশিক্ষণ দিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। মঙ্গলবার (১৭ মে) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।
পিআইবি’র এ আয়োজনে তিনটি ভেন্যুতে সপ্তাহব্যাপী জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১০০জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ প্রাপ্ত সাংবাদিকদের মাঝে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সনদপত্র প্রদান করা হয় ৷
বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে চিন্তা চেতনার পরিবর্তন ঘটে। সাংবাদিকতার মাধ্যমে জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়। মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের মাধ্যমে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। শিশু ও নারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সংবাদ পরিবেশনে বিশেষ ভূমিকা রাখবে।
Leave a Reply