০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

মোবাইল সাংবাদিকতার চাহিদা বাড়ছে : পিআইবি মহাপরিচালক

  • আপডেট: ০৮:০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • 7537

লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, টিভি ও প্রিন্ট পত্রিকায় মানুষের আগ্রহ কমছে। হয়তো এক সময় টিভি ও প্রিন্ট পত্রিকা থাকবে না। তবে মানুষের তথ্য চাওয়ার অধিকার বেড়েছে। এর ফলে মোবাইল সাংবাদিকতার (মোজো) চাহিদা বাড়ছে।

রোববার (১৫ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের হলরুমে পিআইবির আয়োজনে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন। এতে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

পিআইবি মহাপরিচালক আরও বলেন, পৃথিবীতে মোবাইল সাংবাদিকতার গুরুত্ব বেড়ে চলেছে। সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতায় চর্চা বাড়াতে হবে। এটা সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনার এলাকার পরিবেশ পরিবর্তনে ভূমিকা রাখবে। নতুন শব্দ ভাণ্ডার, তথ্য উপস্থাপনের মাধ্যমে সংবাদ পরিবেশন করতে হবে। তবে প্রত্যেকটি সংবাদ তথ্যবহুল হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন, ইউল্যাবের গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. জামিল খান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।

Tag :

১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি —-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

মোবাইল সাংবাদিকতার চাহিদা বাড়ছে : পিআইবি মহাপরিচালক

আপডেট: ০৮:০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২

লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, টিভি ও প্রিন্ট পত্রিকায় মানুষের আগ্রহ কমছে। হয়তো এক সময় টিভি ও প্রিন্ট পত্রিকা থাকবে না। তবে মানুষের তথ্য চাওয়ার অধিকার বেড়েছে। এর ফলে মোবাইল সাংবাদিকতার (মোজো) চাহিদা বাড়ছে।

রোববার (১৫ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের হলরুমে পিআইবির আয়োজনে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন। এতে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

পিআইবি মহাপরিচালক আরও বলেন, পৃথিবীতে মোবাইল সাংবাদিকতার গুরুত্ব বেড়ে চলেছে। সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতায় চর্চা বাড়াতে হবে। এটা সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনার এলাকার পরিবেশ পরিবর্তনে ভূমিকা রাখবে। নতুন শব্দ ভাণ্ডার, তথ্য উপস্থাপনের মাধ্যমে সংবাদ পরিবেশন করতে হবে। তবে প্রত্যেকটি সংবাদ তথ্যবহুল হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন, ইউল্যাবের গণমাধ্যম অধ্যয়ন ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ড. জামিল খান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।