জেলার খবর, রাজনীতি, লক্ষ্মীপুর | তারিখঃ May 9th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 119641 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে যুবলীগের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ মে) দুপুরে জেলা শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
সদর পূর্ব, পশ্চিম ও পৌর যুবলীগের আয়োজনে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
এতে বিশেষ অতিথি ছিলেন- সাবেক জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল নোমান।
সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুর সভাপতিত্বে ও সদর উপজেলার যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক মাহবুবের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, পৌর যুবলীগের আহ্বায়ক আল-আমিন ভূঁইয়া, জেলা পরিষদের কাউন্সিলর শাখাওয়াত হোসেন আরিফ, লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তফসির আহম্মদ, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল রাজ্জাক রাসেল, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও যুবলীগ নেতা জয় রকি, সাইফুল ইসলাম সোহাগ ও মো. তারেক হোসেনসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।
Leave a Reply