লক্ষ্মীপুর প্রতিনিধি:
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের রোগমুক্তিতে লক্ষ্মীপুরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। সোমবার (২ মে) বাদ জোহর সদর উপজেলা পরিষদের বায়তুল মামুর জামে মসজিদে জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু এ আয়োজন করেন।

মসজিদের খতিব মাওলানা শামছুল ইসলাম শামীম যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ ও তার সহধর্মিণী এডভোকেট নাহিদ সুলতানা যুথীর রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহসহ বিপুল সংখ্যক মুসল্লী।

নজরুল ইসলাম ভুলু বলেন, শেখ পরশ মানবিক যুবলীগের প্রবক্তা। দায়িত্ব নিয়েই তিনি খেটে খাওয়া মানুষের দুঃখ মোছনে কাজ শুরু করেন। মানুষের জন্য কাজ করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। লক্ষ্মীপুরসহ দেশবাসীর কাছে তার রোগমুক্তিতে দোয়া কামনা করছি।