জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ April 30th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 6791 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে জেলা কারাগারের ১১৫ জন কারাবন্দি নারী-পুরুষকে ঈদ উপহার দেওয়া হয়েছে। যুবলীগের চেয়ারম্যানের শেখ ফজলে শামস পরশের পক্ষ থেকে উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি দেওয়া হয়৷
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও জেলা যুবলীগের সভাপতি প্রার্থী নজরুল ইসলাম ভুলুর অর্থায়নে উপহারগুলো লক্ষ্মীপুর কারাগারের জেলার শাখাওয়াত হোসেনের কাছে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম পাটওয়ারী, সহ-সম্পাদক জয়নাল আবেদিন চৌধুরী রিগ্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর।
দলীয় সূত্র জানায়, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় সারাদেশে কর্মসূচি চলছে। এ কর্মসূচির অধীনেই লক্ষ্মীপুরে বিভিন্ন মামলায় কারাবন্দি ১১৫ জনকে শাড়ি ও লুঙ্গি উপহার দেওয়া হয়। এরমধ্যে ১৫ জন নারী ও ১০০ জন পুরুষ এ উপহার পেয়েছেন।
যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু জানান, কারাবন্দিদের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে যুবলীগের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। যুবলীগ সারাদেশে গরীব ও অসহায়দের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ অসহায়দের আস্থায় পরিণত হয়েছে।
Leave a Reply