জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ April 29th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 4541 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে মেঘনা নদীর ভাঙন রোধ চেয়ে শতাধিক মসজিদে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন লক্ষাধিক মুসল্লী। শুক্রবার (২৯ এপ্রিল) জুমআর নামাজ শেষে দুই উপজেলার মসজিদগুলোতে বিশেষ মোনাজাতের মাধ্যমে মুসল্লীরা এ দোয়া করেন। এসময় নদী এলাকার বাসিন্দারা দু’হাত তুলে কান্নাজড়িত কন্ঠে আল্লাহর কাছে ভিটেমাটি রক্ষায় নদী ভাঙন রোধ চেয়েছেন।
বর্ষা ঘনিয়ে আসছে। নদী এলাকাতে ভাঙনের তীব্রতা বেড়ে চলেছে। এতে জুমাতুল বিদা উপলক্ষে কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের আহবানে রক্ষা ভাঙন কবলিত এলাকার মানুষজন মসজিদে মসজিদে আল্লাহর কাছে দোয়া করেন। এসময় কমলনগরের মতিরহাট, ফলকন, নাসিরগঞ্জ, পাটারিরহাটসহ দুই উপযেলার শতাধিক মসজিদে লক্ষাধিক মুসল্লী এতে অংশ নেয়।
কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের আহবায়ক ও সুপ্রীম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বলেন, রমজান মাসে আল্লাহ সকলের দোয়া কবুল করেন৷ এজন্য জুমাতুল বিদা উপলক্ষে নদী ভাঙন রোধ ও আমাদের ভিটেমাটি রক্ষায় মসজিদে মসজিদে দোয়ার আয়োজনের আহবান করা হয়৷ এতে দুই উপজেলার প্রায় ১২০ টি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকার মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেন। সেই লক্ষ্যে গত ৯ জানুয়ারি কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়নে মেঘনা এলাকায় জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু হয়। এ চার মাসে যতটুকু কাজ হওয়ার কথা ছিল, তার এক ভাগও সম্পন্ন হয়নি। এর পরিবর্তে এক মাস ধরে কাজ বন্ধ করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। নদী এলাকায় ঠিকাদারদের প্রতিনিধি ও শ্রমিকদের দেখা না যাওয়ায় স্থানীয়দের দাবি, ঠিকাদাররা ‘পালিয়েছেন’। তবে দ্রুত কাজ শুরু করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
Leave a Reply