জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ April 23rd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 4468 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সৌরভ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৩ এপ্রিল) বিকেলে সৌরভের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি’র ওসি শাহাদাত হোসেন টিটো।
গ্রেপ্তারকৃত সৌরভ রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের মধ্যে করপাড়া গ্রামের মৃত: আব্দুল মতিনের ছেলে।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার (ওসি) শাহাদাত হোসেন টিটো বলেন, সকালে গোপন সংবাদ অভিযান পরিচালনা করে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সৌরভকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সে চিহ্নিত মাদককারবারি বলে জানান ওসি।
Leave a Reply