জামাল উদ্দিন বাবলু, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে প্রতিবন্ধী ও অসহায় ১ হাজার মানুষের মাঝে ৭ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) দিনব্যাপী ‘গ্রীন লক্ষ্মীপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরের চকবাজার, সদরের ভবানীগঞ্জ ও উপজেলার বিভিন্ন এলাকায় এসব বিতরণ করা হয়।

আয়োজকরা জানায়, রমজানে প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন লক্ষ্মীপুর মানবিক উদ্যোগ নিয়েছে। এরমধ্যে সদর ও উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী এবং অসহায়দের জন্য ১ সপ্তাহের খাদ্য সামগ্রীর ব্যবস্থা করা হয়। শুক্রবার দুপুর থেকে মেঘনায় সর্বস্ব হারিয়ে ভবানীগঞ্জ এলাকার রামগতি-লক্ষ্মীপুর সড়কের পাশে বসবাসকারী, সমাজসেবার তালিকাভুক্ত প্রতিবন্ধী, চকবাজারে উপস্থিত প্রতিবন্ধী ও নদী ভাঙনকবলিতদের মাঝে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়েছে। প্রত্যেককে এক সপ্তাহের খাবারের উপযোগী চাল, ডাল, চিনি, খেজুর, মুড়ি, ও ছোলা দেওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন লক্ষ্মীপুরের সভাপতি আব্দুর রহমান বিপ্লব বলেন, রমজানে প্রতিবন্ধী, অসহায় ও নদী ভাঙনে সর্বহারা মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। অসহায় মানুষগুলোকে খুঁজে তাদের জন্য এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।