লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে একটি মালবাহী পিক-আপ চাপায় মো. ফয়সাল নামে এক ডাম্প ট্রাক চালক নিহত হয়েছে। এসময় আহত হন নিহত ফয়সালের বন্ধু আরমান।

সড়ক দুর্ঘটনায় বিষয়টি সোমবার (১৮ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি তদন্ত মমিনুল হক নিশ্চিত করেন।

এর আগে সকালে লক্ষ্মীপুর রামগতি সড়কের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ‘খাজুর গাছ’ তলা এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের নজির মাঝি বাড়ীর কালা মিয়ার ছেলে ও পেশায় তিনি ডাম্প ট্রাক চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল ও তার বন্ধু আরমান মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কর্মস্থল সদর উপজেলার মজু চৌধুরী হাট এলাকায় যাচ্ছিলো। প্রতিমধ্যে খাজুর গাছ তলা এলাকা পৌঁছলে পিছন থেকে একটি মালবাহী পিক-আপ তাদের মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ফয়সাল পিক-আপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। কপাল ও হাতে মারাত্মক ভাবে আঘাত পেয়ে আহত হন আরমান।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি তদন্ত মমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। আহত আরমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘাতক পিক-আপটি আটক করা সম্ভব হয়নি।