লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে উৎসব মুখোর পরিবেশে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২২ইং ভোট গ্রহণ চলছে।

শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টা থেকে অভিভাবকরা তাদের ভোটার অধিকার প্রয়োগ করেন। বিকেল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে।

এ নির্বাচনে ৬ জন অভিভাবক সদস্য পদে প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এদের মধ্যে ৪ সদস্য পদে নির্বাচিত হবেন। ভোটার সংখ্যা-৪৯৮। ভোট কেন্দ্র বুথ রয়েছে দুইটি। সকাল সাড়ে ১১ টা পর্যন্ত দুইটি বুথে ১৬০ ভোট কাষ্ঠ হয়।

ম্যানেজিং কমিটির নির্বাচন কমিশন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মো. আবু তালেবের উপস্থিতে এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ হচ্ছে।

প্রসঙ্গগত: বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য নির্বাচিত হন মেহেদি হোসাইন মাসুম মোল্লা, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হন পিয়ানুর বেগম, শিক্ষক প্রতিনিধি মোঃ আবুল খায়ের, মোঃ আসাদুল ইসলাম ও রোকেয়া আক্তার নির্বাচিত হয়।