লক্ষ্মীপুর প্রতিনিধি:
‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) শাখায় সর্বজনীন কল্যাণে মাহে রমযান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ রমজান) বিকেলে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মহি উদ্দিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালীর ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মনির, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোশররফ হোসাইন, চন্দ্রগঞ্জ থানার ১৪দলীয় জোটের আহবায়ক এম ছাবির আহাম্মদ প্রমূখ।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন এবং আলোচনা শেষে ইফতারে আগমূহুর্তে ইফতার বিতরন করা হয়।