জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ April 6th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 6327 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রী রুবিনা আক্তারকে মাথায় আঘাতের পর শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. লিটনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (০৬ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত লিটন কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের উত্তর চরকাদিরা গ্রামের চৌধুরী মাঝির ছেলে ও পেশায় ইটভাটার শ্রমিক।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্ত্রীকে হত্যার পর তার গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে লিটন। পরবর্তীতের ময়নাতদন্ত প্রতিবেদনে এটি শ্বাসরোধে হত্যা বলে প্রমাণিত হয়। এতে লিটন দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসির আদেশ দেয়। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
কমলনগর থানা পুলিশ জানায়, লিটন ও রুবিনাদের বাড়ি উপজেলার চরকালকিনি ইউনিয়নে ছিল। নদীভাঙনে সর্বস্ব হারিয়ে তারা চরকাদিরা ইউনিয়নের উত্তর চরকাদিরা গ্রামের রব বাজার এলাকায় এসে বাড়িঘর নির্মাণ করে। রুবিনার ফুফাতো ভাই লিটন। হত্যার ৬ মাস আগে লিটনের সঙ্গে তার বিয়ে হয়।
Leave a Reply