জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ March 17th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 5727 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে আলোর মিছিলের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে লক্ষ্মীপুর পৌর শহরে এ মিছিল করা হয়। পরে শহরের শ্যাম সুন্দর জিউর আখড়ায় সংগঠনের কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা এডভোকেট জহর লাল ভৌমিক, ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শৈবাল কান্তি সাহা, লক্ষ্মীপুর জেলা ঐক্য পরিষদের সভাপতি রতন লাল ভৌমিক, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এডভোকেট প্রিয় লাল নাথ, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক শিমুল সাহা, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিপন মজুমদার, কমলনগর উপজেলার কমিটির সভাপতি মিলন মন্ডল, জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি বনশ্রী পাল,সাধারণ সম্পাদক ভানু নাগ, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, সাধারণ ঝুটন কুরি জেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক শশাংক মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের পরিচিতি পেয়েছে। তিনি ছিলেন বাঙ্গালি জাতির বলিষ্ঠ কন্ঠস্বর। তিনি এখনো দেশের প্রতিটি মানুষের মনে জাগ্রত। তার জন্ম বাঙালি জাতিকে ধন্য করেছে।
Leave a Reply