জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ March 15th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 4373 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
১৯৭৫ সালের ১৫ই আগষ্ট মর্মন্তুদ হত্যাকান্ডে শহীদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি’র সহধর্মিণী আরজু মণি সেরনিয়াবাতের ৭৬তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে কোরআন খতম, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে আয়োজন এ আয়োজন করা হয়।
জানা গেছে, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট মর্মন্তুদ হত্যাকান্ডে শহীদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি’র সহধর্মিণী আরজু মণি সেরনিয়াবাতের ৭৬তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া নিজস্ব অর্থায়নে কোরআন খতম, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও করোনার শুরু থেকে তিনি মানুষের পাশে ছিলেন। কৃষকের ধান কাটা, খাদ্য সামগ্রী, রান্না করা খাবার, অক্সিজেন, অ্যাম্বুলেন্স সেবা নিয়েও মানুষের পাশে থেকে কাজ করছেন বায়েজীদ ভূঁইয়া।
জানতে চাইলে যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে মানুষের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছেন। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি’র সহধর্মিণী আরজু মণি সেরনিয়াবাতের ৭৬তম জন্মদিনে তার রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া করেন তিনি।
Leave a Reply