জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ March 14th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 4460 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় পবিত্র কোরআন শরীফ, সেলাই মেশিন ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ মার্চ) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর বাজার এলাকায় জেলা পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন আরিফের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন- দুর্নীতি দমন কমিশনের পরিচারলক (তদন্ত) সৈয়দ ইকবাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বিজন বিহারী ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
জেলা পরিষদ সূত্র জানায়, সরকারের উন্নয়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে জেলাব্যাপী দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা পরিষদ থেকে সেলাই মেশিন বিতরণ প্রকল্প চলমান। এতে ১০ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। হামছাদী ইউনিয়নের ১০ জন মুক্তিযোদ্ধাকে সম্মান জানিয়ে অর্থ দেওয়া হয়েছে। ৭০ জন মুসল্লিকে পবিত্র কোরআন শরীফ ও ১২ ক্লাবে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
Leave a Reply