জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ March 5th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 9630 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সরকার পতনের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ। শনিবার (৫ মার্চ) বিকেল জেলা পরিষদের ডাকবাংলোর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহর প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের প্রাইম ব্যাংকের সামনে এসে সমাবেশ করে।
এতে নেতৃত্বদেন জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক মো. বায়েজীদ ভূঁইয়া।
সমাবেশে বক্তব্য রাখেন- রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মঞ্জুর হোসেন সুমন, যুগ্ম-আহবায়ক ইউসুফ আজম সিদ্দিকি ও শাকিল চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তরা বলেন, বিএনপি-জামায়াত বিদেশে লবিষ্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে অপতৎপরতা জালাচ্ছে। তাদের সেই সরকার পতনের দিবা স্বপ্ন কখনো পুরন হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতিতে দেশ এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতের যে কোন সড়যন্ত্র যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলের নেতৃত্বে রাজপথে থেকে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে জেলা যুবলীগ।
Leave a Reply