জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ March 3rd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 9977 বার
মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা:
কুমিল্লার নাঙ্গলকোটে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে পৌর কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদানের পর মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও যুদ্ধভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, উপজেলা শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন, নির্বাহী প্রকৌশলী জুবাইদা ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সাইফুর রহমান, প্যানেল মেয়র ছাদেক হোসেন, কাউন্সিলর মোশারফ হোসেন, আক্তারুজ্জামান, জহির উল্লাহ সুমন, শাখাওয়াত হোসেন সুমন, শেখ রাসেল মজুমদার, জামাল হোসেন সোহাগ, শাহ খুরশিদ আলম মজুমদার, আবু জাফর, সাবিনা ইয়াসমিন, ফরিদা আক্তার, আয়েশা বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সার্ভেয়ার মোঃ রবিউল হোসেন।
পরে নবীন-প্রবীন শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। এসময় পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply