জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ February 26th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 6508 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের সরকারি আশ্রয়ন কেন্দ্রে বসবাসকারী ৪০টি পরিবারের মাঝে কম্বল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের উপদেষ্টা অধ্যাপক শহিদুল ইসলাম, সহ-সভাপতি ফারুক আমজাদ খান, উপ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক র্মূতুজা হায়দার শরীফ, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, জাতীয় পরিষদের সদস্য এডভোকেট এ.একে.এম শরিফ উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মাষ্টার।
সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহ্বায়ক হাশেম আহম্মেদ রুপম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মাহফুজুর রহমান, যুগ্ন-আহ্বায়ক স্বপন শিকদার।
এদিকে বিকেলে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ সংলগ্ন জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা সেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
Leave a Reply