জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ February 24th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 6544 বার
জামাল উদ্দিন বাবলু, লক্ষ্মীপুর:
পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে লক্ষ্মীপুরে ৯০টি স্টল নিয়ে মাসব্যাপী শুরু হয়েছে পুনাক শিল্প ও পুণ্য মেলা-২০২২ইং। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা আউটার স্টেডিয়াম মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্ধোধন করা হয়।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এ মেলার উদ্ধোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমরান হোসেনসহ প্রমুখ।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লক্ষ্মীপুর সভানেত্রী কাজী বন্যা আহম্মেদের সভাপতিত্বে উদ্ধোধন শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply