লক্ষ্মীপুর প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডস্থ সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উদযাপিত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে বিদ্যালয় শহীদ মিনার পাঙ্গনে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা খানম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি নাজমুল করিম রাজুসহ আরো অনেক।

শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় শহীদ মিনারটি জেলা পরিষদ থেকে বরাদ্দ দিয়ে করিয়ে দেওয়ার জন্য।