জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ February 21st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 6375 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উদযাপিত হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনন্দ নিকেতন মডেল একাডেমী ও ওপেন হার্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে বিদ্যালয় শহীদ মিনার পাঙ্গনে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর, দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল আলম, সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ হোসেন, বিদ্যালয় পরিচালনা কিমিটির সদস্য মো. আনোয়ার হোসেনসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
Leave a Reply