লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে মোরশেদ আলম ওরফে বাংলা মোরশেদের মৃত্যুর ঘটনাকে হত্যা দাবি করে তার মা ফুল বানু ৬ জনের নাম উল্লেখ করে ২০১৯ সালের ১৪ অক্টোবর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি আদালত আমলে নিয়ে দীর্ঘদিন পর্যালোচনা, পুলিশের সুরতাল রিপোর্ট ও ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের পরি পেক্ষিতে জানতে পারেন মোরশেদ আলামের মৃত্যুর কারণ হচ্ছে তার মস্তিষ্কে (ব্রেন স্ট্রোক) ও হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়।

তাই ২৭ জানুয়ারি ২০২২ ইং তারিখে লক্ষ্মীপুর জেলা আদালতের দায়রা জজ (বিচারক) মো. রহিবুল ইসলাম এ মামলা থেকে সকল আসামীকে অব্যাহিত দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছন, আসামীদের পক্ষের আইনজীবী মঞ্জুর আহমেদ (টিটু)।

জানা গেছে, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরিফপুর গ্রামের মৃত সফি উল্যা বাবলু’র ছোট ছেলে মোরশেদ আলম। সেই ভবানীগঞ্জ ইউনিয়নে “বাংলা” মোরশেদ নামে সুপরিচিত। ছোটবেলা থেকে একটু দুষ্ট প্রকৃতির ও শুদ্ধ বাংলা কথা বলতেন। তাই ধীরে-ধীরে বাংলা মোরশেদ নামে পরিচিত অর্জন করছেন এবং বিএনপির সক্রিয় কর্মীও ছিলেন। ২০১৯ সালের (১৩ অক্টোবর) গভীররাতে মোরশেদ নারীনেত্রী সেলিনা আক্তারের বাড়ীর সামনে অচেতন অবস্থায় পড়ে ছিলো। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোরশেদকে মৃত্যু ঘোষণা করেন। পরেরদিন দুপুরে মোরশেদের মা ফুল-বানু আদালতে মোরশেদের বাল্যবন্ধু অভি, ইভান ও নারীনেত্রী সেলিনা আক্তারের নাম উল্লেখ করে মোট ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।