লক্ষ্মীপুর প্রতিনিধি:
দীর্ঘদিনের বদ্ধ খাল ও ড্রেন সচল করতে মাঠে নেমেছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ শাখাড়ি পাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোবন করেন তিনি। পরে মেয়র বিভিন্ন স্থানে অবৈধ দখলকৃত খাল গুলো পরিদর্শন করে দ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর উত্তম দত্ত, মহিলা কাউন্সিলর তাছলিমা আক্তার প্রমূখ।

পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলায় বদ্ধ হয়ে রয়েছে খাল ও ড্রেন। এতে স্বাভাবিক পানি চলাচল বদ্ধসহ বর্ষার মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় পৌর বাসিন্দাদের। সমস্যা সমাধানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে ১৫টি ওয়ার্ডেই এ কার্যক্রম অব্যহত থাকবে।

খাল দখল মুক্তকরণের বিষয়ে জানতে চাইলে মেয়র মাসুম ভূঁইয়া বলেন, জবাবদিহিতার অভাবে অধিকাংশ স্থানেই সরকারি খালে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে স্রোতের পানির স্বাভাবিক গতি বাধাগ্রস্থ হচ্ছে। অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে দখলদারদের নোটিশ করা হবে। অন্যথায় জেলা প্রশাসন ও পৌরকর্তৃপক্ষের যৌথ উদ্যোগে অবৈধ স্থাপানা উচ্ছেদ করা হবে। একটি নান্দনিক পৌরসভা গঠনে লক্ষ্মীপুর পৌরকর্তৃপক্ষ বদ্ধপরিকর।