জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ February 16th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 3451 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর আন্তঃজেলা চোর চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন।
এরআগে ভোর সাড়ে ৩টার দিকে র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালির একটি অভিযানিক দল নোয়াখালি ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের সদস্যদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. রোবেল (৩০), মো. নিজাম (২৪), মো. হেলাল (৪৫), শাহ মো. মঞ্জুরুল করিম নাঈম (৩১) এবং মো. আব্দুল জলিল (৫২)। এসময় বিনোদপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের রুবেলের গ্যারেজ থেকে তাদের চোরাইকৃত ০১টি সবুজ রংয়ের ব্যাটারী চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
উল্যেখ্য , গত ৬ ফেব্রুয়ারী ইয়াছিন আরাফাতের একটি অটোরিকশায় করে ছদ্মবেশী চোর চক্রের দুই সদস্য নিয়ে ভবানীগঞ্জ থেকে লক্ষ্মীপুর স্থানীয় পলেয়ান মসজিদে আসলে সাউন্ডবক্স আনার জন্য ইয়াছিনকে পাঠালে তারা ইয়াছিন এর অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে সেই অটোরিকশা মাইজদি এলাকায় নাঈম ও জলিল নামে দুই ব্যাক্তির কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে । ইয়াছিনের অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করে ।
Leave a Reply