জেলার খবর, লক্ষ্মীপুর, স্বাস্থ্য ও চিকিৎসা | তারিখঃ February 14th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 4150 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর স্বপ্ন “আমার গ্রাম, আমার শহর” বাস্তবায়নে এবার লক্ষ্মীপুরে গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অনলাইন এ্যাম্বুলেন্স সার্ভিস ও এ্যাপস কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৬টি এ্যাম্বুলেন্সের মাধ্যমে সদর উপজেলার ২১টি ইউনিয়নে প্রায় দুই লাখ মানুষ এখন থেকে এ সেবা পাবে বলে জানায় আয়োজকরা।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এলজিএসপি-৩ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন।
এছাড়াও সদর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এ অনুষ্ঠানে লক্ষ্য করা যায়।
Leave a Reply