জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ February 13th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 3200 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে চোরাইকৃত মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সকালে নোয়াখালীর সুবর্ণচরের থানার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুর সদরে পশ্চিম চরমনসা গ্রামের মো. সোহাগ, মো. আল আমিন, রামগতির মো. শামীম।
পুলিশ জানায়, লক্ষ্মীপুর মডেল থানার এসআই মো. সোহেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে নোয়াখালীর পশ্চিম চরজব্বর এলাকায় অভিযান চালায়। এসময় ২টি মোটরসাইকেল উদ্ধারসহ ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করে বিকেলে আদালতের কারাগারে প্রেরণ করা হয়।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply