জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ February 10th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 4159 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর স্কুল এন্ড কলেজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে অপ-প্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে এ আয়োজন করা হয়।
এসময় শিক্ষকদের হুমকি এবং প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী জাকির হোসেন মিজানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানানো হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল হুদা বকুল, শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিদ্যালয় সূত্র জানায়, সাবেক সভাপতি মিজান বিগত ১২ বছর ধরে সফলভাবে বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন। তার তত্ত্বাবধানে বিদ্যালয়টি পেয়েছে কলেজের স্বীকৃতি। পিএসসি ও জেএসসি কেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নামক নতুন একাডেমিক ভবন হয়েছে। কলেজের এমপিও ভুক্তির কাজ প্রক্রিয়াধীন। জাকির হোসেন মিজান সভাপতি হওয়ার পর শিক্ষকদের পূর্বের সকল বকেয়া পরিশোধ করা হয়। এছাড়া শিক্ষকদের সঠিক মূল্যায়ন করে তাদের বেতন-ভাতা বৃদ্ধি করেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নুরুল হুদা বকুল জানান, সম্প্রতি বশিকপুর স্কুল এন্ড কলেজ নিয়ে স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তাদের মূল উদ্দেশ্য এলাকায় বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করা। বিদ্যালয়ের সাবেক সভাপতি মিজানকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা করে অপমান করা হচ্ছে।
Leave a Reply