জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ February 7th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 5569 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর পৌরসভায় শিশুর জন্মনিবন্ধন ৩৫ দিনের মধ্যে সম্পন্ন করায় ১৮ জন নবজাতক শিশুর মাঝে নগদ অর্থ ও গাছের চারা ভিতরণ করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার ব্যক্তিগত পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, সাবেক জেলা ছাত্রলীগের আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সদর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পী, পৌর ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপন প্রমুখ।
বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে আমন্ত্রিত অতিথি ও পৌর বাসিন্দারা।
পৌরসভার মেয়র মাসুম ভূঁইয়া বলেন, জন্মের পর অনেক শিশুর অভিভাবকরা জন্মনিবন্ধন করতে গড়িমসি করে। বয়স বেড়ে গেলে নিবন্ধন করাতে বিভিন্ন বেগ পেতে হয় এবং হয়রানির শিকার হতে হয়। কিন্তু জন্মের ৩৫ দিনের মধ্যে নিবন্ধন করলে কোন ঝামেলা থাকে না। তাই অভিভাবকরা যাতে জন্মের পরপরই তাদের নবজাতক শিশু সন্তানদের জন্মনিবন্ধন করান সে জন্য আমার পক্ষ থেকে শিশুদের জন্য ৫শ’ টাকা এবং বীমা স্বরূপ একটি গাছের চারা উপহার দিচ্ছি। শিশুটি বড় হওয়ার সাথে সাথে গাছও বড় হবে। ভবিষ্যতে গাছটি তার কাজে আসবে।
তিনি আরও বলেন, এ কয়েকদিনের মধ্যে ১৮ জন শিশুর অভিভাবক তাদের জন্ম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। তাই তাদের উপহারের আওতায় আনা হয়েছে। যে সকল শিশুই ৩৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধনের আওতায় আসবে, তাদের প্রত্যেককে এ উপহার প্রদান করা হবে। নিবন্ধন করাতে তাদেরকে কোন ধরণের ফি দিতে হবে না।
Leave a Reply