খেলাধুলা, জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ February 6th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 5805 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের তৃণমূল থেকে খেলোয়ার সৃষ্টি করার লক্ষ্যে শুরু হয়েছে ড্যানিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ড্যানিশ কনডেন্সড মিল্ক লিমিটেড এর সৌজন্যে অফির্সাস ক্লাব মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপ-কমিটির আহ্বায়ক শংকর মজুমদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজ্জামেল হায়দার মাসুম ভূঁইয়া, ব্যান্ড পারটেক্স স্টার গ্রুপের সহকারী ব্যবস্থাপক ফয়সাল আরমান।
এসময় আরো উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভুঁইয়া আজাদ, সদর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পী।
এ খেলায় জেলার মোট ১১৫টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
Leave a Reply