জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ February 2nd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 7026 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশা নির্মূলের জন্য মশকনিধন ৭ ব্যাপী কর্মসূচির উদ্যোগ নিয়েছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি পৌরসভা কার্যালয় এলাকায় ওষুধ ছিটিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন, রিয়াজ পাটওয়ারী রাজুসহ আরো অনেক।
জানতে চাইলে মেয়র বলেন, পৌরসভায় ডেঙ্গু মশা নির্মূলের জন্য ৭ দিন ব্যাপী কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। এডিস মশা নির্মূলের জন্য ঢাকা থেকে ওষুধ আমদানি করা হয়। ফগার মেশিনের মাধ্যমে ১৫টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় এডিস মশার ওষুধ ছিটানো হবে।
পৌরসভা পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ডেঙ্গ প্রতিরোধে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশক নিধনে সবচেয়ে বেশি প্রয়োজন নাগরিক সচেতনতা। নিজ গরজেই বাসা-বাড়িতে মশক প্রজনন ও উৎপত্তিস্থল বিনাশ এবং বর্জ্য-আবর্জনা সরিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে।
Leave a Reply