জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ January 18th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 10832 বার
জামাল উদ্দিন বাবলু, লক্ষ্মীপুর:
চলছে হাড় কাঁপানো শীত। ছিন্নমূল, গরীব, অসহায় মানুষ যখন শীতে কাঁপছে। ঠিক সেই সময় গভীর রাতে প্রধানমন্ত্রীর উপহার কম্বল হাতে তাদের পাশে গিয়ে দাঁড়ালেন লক্ষ্মীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেলাল।
সোমবার (১৭ জানুয়ারি) রাতে সদর পৌরসভার বিভিন্ন স্থানে ও বাড়ীতে অবস্থানরত শীতার্ত মানুষের মাঝে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই সেচ্ছাসেবক লীগ নেতা নিজেই উপস্থিত হয়ে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোক্তার শাহ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১ম যুগ্ন-আহবায়ক হাশেম আহমেদ রুপম প্রমুখ।
জানতে চাইলে সেচ্ছাসেবক লীগ মো. বেলায়েত হোসেন বেলাল বলেন, গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো ঠান্ডা। এর কারণে অসহায়দের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি। যাদের শীত তাড়ানোর ব্যবস্থা নেই এমন মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করা হয়েছে।
Leave a Reply