জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ January 10th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 12968 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন মিলন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না প্রমূখ।
এসময় বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। মহান নেতার প্রত্যাবর্তনে স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়। বীর বাঙালি হিসেবে বিশ্বজুড়ে জাতি পরিচিতি পায়।
Leave a Reply