লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৩টি মাদরাসা শিক্ষা-প্রতিষ্ঠানের ১১ হাজার ১শ’ ১৫ জন শিক্ষার্থী করোনা ভেক্সিন (টিকা) গ্রহণ করবেন।

সোমবার (১০ জানুয়ারি) সকালে ‘আইডিয়াল ক্যাডেট দাখিল মাদরাসায় আনুষ্ঠানিক-ভাবে ১ম ধাপে ৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কোভিট প্রতিরোধ টিকা গ্রহণ করেন।

মাদরাসা গুলো হলো- নন্দনপুর কাদেরিয়া দাখিল মাদরাসা, নবীগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসা, খাজুরতলী সুলতানিয়া দাখিল মাদরাসা, রাজিবপুর ইসলামিয়া দাখিল মাদরাসা ও আইডিয়াল ক্যাডেট দাখিল মাদরাসার শিক্ষার্থীরা উসৎব মুখর পরিবেশে এ কোভিট প্রতিরোধ টিকা গ্রহণ করে।

মাদরাসা কর্তৃপক্ষরা জানিয়েছেন, শ্রেণী কক্ষে শিক্ষার্থীরা নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে পাঠান নিতে পারে এ সুবাদে কোভিট টিকা-প্রদাণ করা হচ্ছে ছাত্র-ছাত্রীদের। এটি শেখহাসিনা সরকারের বিশাল সাফল্য।