জামাল উদ্দিন বাবলু, লক্ষ্মীপুর:
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামিম বলেছেন, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছন, ভীতও স্থাপন করেছেন। কিন্তু তিনি সোনার বাংলাদেশ গড়তে পারেননি। সেই ভীত থেকেই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ৷ এখন আর বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশগুলোর কাতারে ২৫ নম্বর স্থান অর্জন করবে বাংলাদেশ।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাহেবের হাট এলাকায় মেঘনা তীর রক্ষা বাঁধ প্রকল্পের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১০ বছর আগেও কল্পনাও করতে পারিনি সরকার অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করবে। বিশাল অংকের টাকা খরচ করবে। কিন্তু এ সরকার তা করছে। শেখ হাসিনার জন্যই তা সম্ভব হয়েছে৷

জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, অতিরিক্ত মহাপরিচালক অখিল কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান (সদর সার্কেল)।

এসময় উপস্থিত ছিলেন- কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জান, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজু, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য আবদুজ্জাহের সাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের ও কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চের আহবায়ক এডভোকেট আবদুস সাত্তার পালোয়ান প্রমুখ।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ২০২১ সালের ১ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) লক্ষ্মীপুরের মেঘনা নদীর ‘বড়খেরী, লুধুয়াবাজার এবং কাদিরপন্ডিতেরহাট বাজার’ তীররক্ষা প্রকল্প নামে ৩৩.২৬ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি পাশ করে। এতে ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা ব্যয় ধরা হয়। গত বছরের ১৭ আগস্ট ই-জিপি টেন্ডার পোর্টাল এবং ১৮ আগস্ট পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। টেন্ডার অনুসারে প্রায় শতাধিক লটের মাধ্যমে মোট ৩ হাজার ৪০০ মিটার কাজ হবে। রোববার কমলনগর ও রামগতিতে দুটি লটের কাজ উদ্ভোধন করা হয়েছে।