জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ January 5th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 8284 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে চেয়ারকোচ ঢাকা এক্সপ্রেসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. আরিফ হোসেন (২৩) মৃত্যু হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের রবিদাস পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরিফ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের মুন্নার ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আরিফ লক্ষ্মীপুর থেকে রায়পুর দিকে যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছলে রায়পুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে আরিফ মোটরসাইকেল নিয়ে চলন্ত ট্রাকের নিচে গিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি ও ঘাতক বাসটি আটক করি। হাসপাতালে নিলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
Leave a Reply