জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ January 3rd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 6500 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
চলছে হাড় কাঁপানো শীত। ছিন্নমূল, গরীব, অসহায় মানুষ যখন শীতে কাঁপছে। ঠিক সেই সময় গভীর রাতে কম্বল হাতে তাদের পাশে গিয়ে দাঁড়ালেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. শান্তুনু চৌধুরী।
রোববার (২ জানুয়ারি) রাতে তিনি উপজেলার বিভিন্ন স্থানে ও সড়কে অবস্থানরত শীতার্ত মানুষ এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ইউএনও নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন অনেকে।
গভীর রাতে ইউএনওর হাত থেকে কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষগুলোর মুখে হাসি ফুটে। তারা বলেন, কনকনে তীব্র শীতে রাতযাপন কিভাবে করব ভেবে পাচ্ছিলাম না। রামগতির ইউএনওর হাত থেকে কম্বল পেয়ে শীতের কষ্ট কিছুটা লাঘব হবে। কনকনে শীতকে উপেক্ষা করে গভীর রাতে ছুটে এসে কম্বল দেয়ায় ইউএনকে ধন্যবাদ জানান তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. শান্তুনু চৌধুরী বলেন, গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো ঠান্ডা। এর কারণে উপকূলীয় অঞ্চল রামগতির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি। যাদের শীত তাড়ানোর ব্যবস্থা নেই এমন মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
Leave a Reply