জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ January 1st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 4649 বার
জামাল উদ্দিন বাবলু,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম খাঁনের বাবা সামছুল ইসলাম খাঁন (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সামছুল ইসলাম খাঁন অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার ও সদর উপজেলা মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্র জানায়, সামছুল ইসলাম খাঁন হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে রাতেই তাঁকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (২ জানুয়ারি) সকাল ৮ টায় নামাজারে জানাযা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সামছুল ইসলাম খাঁনের মৃত্যুতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস ও সাধারণ সম্পাদক সানা উল্লাহ সানু গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply