জামাল উদ্দিন বাবলু, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সাইফুল হাসান রনিকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় শতশত মানুষ। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে রনির বাসভবনের সামনে শতশত মানুষ রনিকে ফুল দিয়ে বরন করে নেয়।

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রনি চশমা প্রতীক নিয়ে ভবানীগঞ্জ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়াই করেন। এ নিবার্চনে নৌকার মনোনীত প্রার্থী আবদুল খালেক বাদল পেয়েছেন ৩ হাজার ৯৯৬ ভোট। বিদ্রোহী প্রার্থী মোক্তার হোসেন বিপ্লব পেয়েছেন আনারস প্রতীকে ৫ হাজার ৪৫৬ ভোট ও সাইফুল হাসান রনি ৬ হাজার ৫৯৩ ভোট পেয়ে বিজয়ী হন।

সাইফুল হাসান রনি আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত মোসলেহ উদ্দিন নিজামের একমাত্র পুত্র।

প্রসঙ্গত, রনি ২ বারের টানা ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে এসেছেন সততার সঙ্গে। এবারওসহ ৩ বারের এ জনপ্রতিনিধি মানুষের মাঝে ভালোবাসার স্থান করে নিয়েছেন তাঁর বাবা প্রয়াত মোসলেহ উদ্দিন নিজামের আদর্শে উজ্জীবীত হয়েই।