জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ December 28th, 2021 | নিউজ টি পড়া হয়েছেঃ 3825 বার
লক্ষ্মীপুর সংবাদদাতা:
দেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সেবা দানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন চন্দ্রগঞ্জে গ্রামীণফোন সেন্টারের শুভ উদ্বোধন।
মঙ্গলবার (২৮শে ডিসেম্বর) চন্দ্রগঞ্জে পশ্চিম বাজার মেইন রোডে পাশ্বে গ্রামীণফোন সেন্টারের শুভ উদ্বোধন করেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. কে. ফজলুল হক ও গ্রামীণফোনের চট্টগ্রাম সার্কেল রিটেল হেড মো. সাখাওয়াত হোসেন চৌধুরী ।
এ সময় আরো উপস্থিত ছিলেন লক্ষীপুরের এরিয়া ম্যানেজার বাপন কুমার সাহা, রিটেইল চ্যানেল ম্যানেজার মোহাম্মদ রবিউল আলম, টেরিটরি ম্যানেজার সৈয়দ আশফাক আহমেদ এবং শাহিন টেলিকম এর স্বত্বাধিকারী মো. হাফিজুর রহমানসহ চট্টগ্রাম সার্কেল রিটেইলের কর্মকর্তাবৃন্দ ।
উদ্বোধক এ. কে. ফজলুল হক বলেন, গ্রামীণফোন সেন্টার বা কাস্টমার কেয়ার উদ্বোধন করায় এ অঞ্চলের মানুষের মোবাইল সেবা বিস্তৃত হলো। সঠিক মান ও উন্নত সেবাদানের আহ্বান জানান তিনি । গ্রামীণফোনের চট্টগ্রাম সার্কেল রিটেল হেড মোঃ সাখাওয়াত হোসেন চৌধুরী বলেন, এখন আর এ অঞ্চলের মানুষদের গ্রামীণফোনের সেবা নেওয়ার জন্য নোয়াখালী বা লক্ষ্মীপুর যেতে হবে না, তিনি আরো বলেন একই ছাদের নিচে যেমন সেবা পাওয়া যাবে তেমনি মোবাইল সেট, মডেমসহ অন্যান্য এক্সেসরিজ ও এখানে পাওয়া যাবে । তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ।
এখানে সিম রিপ্লেসমেন্ট, নতুন সংযোগ, হ্যান্ডসেট ও মডেম ক্রয়, সিমের মালিকানা পরিবর্তন, ফ্লেক্সিলোড ও বিল পেমেন্ট, ইন্টারন্যাশনাল রোমিং এবং প্রিপেইড ও পোস্টপেইড মাইগ্রেশন সহ সকল ধরনের সেবা পাওয়া যাবে ।
Leave a Reply